অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে আব্দুর রহমান
ফরিদপুরের ভাঙ্গায় অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সান্ত্বনা ও সমবেদনা জানাতে তাদের বাড়িতে যান আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান।
সোমবার (২৬ জুন) সকাল ১০টার দিকে বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের মাইটকুমড়া গ্রামের আলমগীর খান এবং একইদিন দুপুর ১২টার দিকে গুনবহা ইউনিয়নের ফেলাননগর উত্তরপাড়া গ্রামের সৌদি প্রবাসী মো. আজিজার শেখের বাড়িতে গিয়ে নিহত তাসলিমা বেগমের ছোট মেয়ে চায়না (২৫) ও ছেলে আনিস শেখকে (১৮) সান্ত্বনা দেন।
এ সময় আব্দুর রহমান বলেন, এই শোক বর্ণনা দেওয়ার মতো নয়, এই শোক সইবার মতো না। কোনো শত্রুকেও যেন আল্লাহ এই ধরনের পরীক্ষায় না ফেলেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, একটা পরিবার থেকে তার স্ত্রী, ছেলে ও একটি মেয়ে, শালিকা ও তার ছেলে, শাশুড়িসহ ৭ জন স্বজন চলে গেছে। আল্লাহ পাক তার ধৈর্য ধারণ করার ক্ষমতা দিক। যারা এই দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের সবাইকে আল্লাহ জান্নাতবাসী করুক।
তিনি আরও বলেন, আমাদের দলের নেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নিজেই এই ঘটনায় অত্যন্ত মর্মাহত। তিনি এই পরিবারের খোঁজ খবর নেওয়ার জন্য আমাদের নির্দেশনা দিয়েছেন। এই ধরনের দুর্ঘটনা সত্যিই অভাবনীয়।
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌর মেয়র সেলিম রেজা লিপন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি (সাবেক) আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মৃধা মিলন, সহ-প্রচার সম্পাদক এনামুল হক, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সিদ্দিক খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, দাউদুজ্জামান দাউদ, স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মনজুর হোসেন তুশার, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মর্তুজা তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিদুল প্রমুখ।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত ২৪ জুন ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় আগুনে পুড়ে আটজনের মৃত্যু হয়েছে।
এমএসআই/এমএ