ঈদের দিন সুইডেনের স্টকহোমে পবিত্র কোরাআন শরীফ পোড়ানোর ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। 

তিনি বলেন, সুইডিশ সরকার ও প্রশাসনের প্রচ্ছন্ন মদদে সংগঠিত এ ন্যক্কারজনক ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। সুইডিশ সরকারের ক্ষমা চাওয়া উচিত।

রোববার (২ জুলাই)  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন তিনি। 

সাইফুল হক বলেন, এ ঘটনা বাংলাদেশের মুসলমান ধর্মাবলম্বী মানুষসহ সারা দুনিয়ার মুসলমান ধর্মপ্রাণ জনগণের অনুভূতিতে আঘাত করেছে। ধর্মপ্রাণ কোনো সম্প্রদায়ের মানুষই ধর্মগ্রন্থের এ ধরনের অবমাননা মেনে নিতে পারে না। ধর্মপ্রাণ ও কাণ্ডজ্ঞান সম্পন্ন কোন মানুষ কোন ধর্মগ্রন্থকে অবমাননা করতে পারে না।

অনতিবিলম্বে কোরাআন অবমাননাকারী ব্যক্তিকে গ্রেপ্তার ও তার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান সাইফুল হক। 

এএইচআর/এসকেডি