ফাইল ছবি

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যাংকক যাচ্ছেন সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। সোমবার (১০ জুলাই) দুপুর ১টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। 

বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান এই তথ্য জানান।
 
তিনি জানান, ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করবেন তিনি। বিরোধীদলীয় নেতা দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। বিরোধীদলীয় নেতার সঙ্গে সফরসঙ্গী হবেন তার ছেলে রাহগির আলমাহি এরশাদ ও পুত্রবধূ মাহিমা এরশাদ।

এর আগেও এই হাসপাতালে কয়েক দফায় দীর্ঘদিন চিকিৎসা নিয়েছিলেন রওশন এরশাদ।

এএইচআর/জেডএস