বুধবার সমাবেশ হবে, বিবৃতি ভুয়া : রিজভী
ফাইল ছবি
বিএনপির প্যাড ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে একটি ভুয়া বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১১ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিজভী এ দাবি করেন।
বিজ্ঞাপন
রুহুল কবির রিজভী বলেন, সেখানে বলা হয়েছে বিএনপির সমাবেশ বুধবারের (১২ জুলাই) পরিবর্তে ২২ জুলাই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো যার-যার অবস্থানে থেকে সমাবেশ করবে। যা সম্পূর্ণরূপে অসত্য, বিভ্রান্তিকর ও জনমনে সংশয় সৃষ্টি করার অপচেষ্টা মাত্র।
তিনি আরও বলেন, সুপরিকল্পিতভাবে সমাবেশকে নিয়ে সরকারের বিভিন্ন সংস্থা এই অপপ্রচার চালাচ্ছে। আমার ও সৈয়দ এমরান সালেহ প্রিন্সের স্বাক্ষর দেখিয়ে যে বিবৃতি দেওয়া হয়েছে তা ডাহা জালিয়াতি। আমি সুস্পষ্টভাবে আবারও বলছি ১২ জুলাই নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কোনো ধরনের অপপ্রচারে জনগণ বিভ্রান্ত হবে না। বিএনপি ও সমমনা দলগুলোর কর্মসূচিতে ভীত হয়ে সরকারের পক্ষ থেকে এই অপপ্রচার চালানো হচ্ছে।
বিজ্ঞাপন
দিবা-রাত্রি মিথ্যা বলাই আওয়ামী লীগের জীবন-জীবিকার একমাত্র উপায় বলে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, বিএনপির বুধবারের শান্তিপূর্ণ সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বুধবারের সমাবেশে জনতার ঢল নামবে, এই সমাবেশ হবে ঐতিহাসিক।
এএইচআর/এমজেইউ