গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক বহিষ্কৃত মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা অ্যাড. জাহাঙ্গীর আলম আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দিয়েছেন। এসময় তার সঙ্গে কয়েক হাজার নেতাকর্মী দেখা যায়।

বুধবার (১২ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আয়োজিত এ সমাবেশে যোগ দেন তিনি।

এদিন বিকেল ৩টায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু হয়। সমাবেশ মঞ্চে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরেরও সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে।

আওয়ামী লীগ মহানগর শাখার সমাবেশ হলেও ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন, ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরাও এতে অংশ নেন। এখন পর্যন্ত কয়েক হাজার নেতাকর্মী সমাবেশে অংশ নিয়েছেন।

এর আগে দুপুর ২টা থেকেই রাজধানীর বিভিন্ন ওয়ার্ড, থানা ও মহানগর শাখার নেতাকর্মীদের সমাবেশে উপস্থিত হতে দেখা যায়। এছাড়া রাজধানীর আশেপাশের উপজেলা থেকেও স্থানীয় নেতারা কর্মীদের নিয়ে সমাবেশে এসে যোগ দিচ্ছেন।

এমএসআই/এমজে