১/১১-এর তত্ত্বাবধায়ক সরকার অগণতান্ত্রিক পন্থায় দেশ পরিচালনার জন্য অপশক্তি পথের বাধা মনে করে শেখ হাসিনাকে গ্রেপ্তার করেছিল বলে মনে করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।

তিনি বলেন, ২০০৭ সালের ১৬ জুলাই গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। যিনি গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই শুরু করেন। গণতন্ত্রের লড়াই থামানোর জন্য, প্রতিরোধের জন্য তাকে ২১ বার হত্যাচেষ্টা করা হয়েছিল। যিনি বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে ছিলেন শক্তি, সাহস ও অনুপ্রেরণা। তাকে গ্রেপ্তার করেছিল তথাকথিত ১/১১-এর সরকার।

বঙ্গবন্ধুকন্যা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষ্যে শনিবার (১৫ জুলাই) ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন এ আওয়ামী লীগ নেতা।

তিনি বলেন, যাদের কারণে ১/১১-এর সরকার উত্থান হয়েছিল, তাদের দু:শাসন-অপশাসনের কারণে এক এগারো সরকার উত্থান হয়েছিল। সেই বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করার কথা ছিল। কিন্তু বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার না করে, শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। কারণ তারা জানে, গণতন্ত্র পুনরুদ্ধার করেছে শেখ হাসিনা। গণতন্ত্র প্রশ্নে শেখ হাসিনা কারো কাছে মাথা নত করবে না। অগণতান্ত্রিক পন্থায় দেশ পরিচালনার জন্য সেই অপশক্তি পথের বাধা শেখ হাসিনাকে গ্রেপ্তার করেছিল।

কামাল হোসেন বলেন, যারা ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত সময়ে বাংলাদেশকে অন্ধকার দেশে নিয়ে গিয়েছিল। পাঁচশত বোমা দেশকে ক্ষত-বিক্ষত করেছিল। জঙ্গিবাদের উত্থান হয়েছিল, কোর্টের বারান্দায় বিচারপতিকে হত্যা করেছিল, আজকের প্রধানমন্ত্রী সেদিন বিরোধী দলের নেত্রী ২০০৭ সালে ১৬ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। আর শেখ হাসিনাকে হত্যার জন্য যারা গ্রেনেড নিক্ষেপ করেছিল, বাংলাদেশকে জঙ্গিবাদের দেশ বানিয়েছিল, অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল, দুর্নীতিতে পাঁচ পাঁচ বার চ্যাম্পিয়ন করেছিল, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারকে সামনে রেখে তত্ত্বাবধায়ককে বিতর্কিত করেছিল। সেই বিএনপি নেত্রীকে গ্রেপ্তার না করে, যিনি এই অপশাসনের বিরুদ্ধে কথা বলে সেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছিল। 

আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক বলেন, ২০০৭ সালের ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তারের মধ্যদিয়ে গণতন্ত্রকে হত্যা করার যাত্রা শুরু হয়েছিল। বাংলাদেশের মানুষের চেতনাকে হত্যা করেছিল, বাংলাদেশের মানুষের অনুভূতিকে হত্যা করেছিল, শেখ হাসিনাকে গ্রেপ্তার করার মধ্যদিয়ে বাংলাদেশের মানুষের সাহসকে হত্যা করেছিল। সেই শক্তি আজকে আবার নতুন ষড়যন্ত্র শুরু করেছে।

তিনি বলেন, যারা ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, সে শক্তির প্রতিনিধিরাই ২০০৪ সালে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা করেছিল, সেই শক্তির প্রতিনিধিরাই এক/এগারোর সরকারের নাম নিয়ে অগণতান্ত্রিক সরকার ব্যবস্থার মধ্যদিয়ে শেখ হাসিনাকে শুধু গ্রেপ্তার নয়, হত্যার পরিকল্পনা করেছিল। মাইনাস করার পরিকল্পনা করেছিল।

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে মাইনাস মানে গণতন্ত্রকে মাইনাস, বাংলাদেশকে মাইনাস করা। আমি মনে করি- সেদিন শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছিল বাংলাদেশকে আবার অন্ধকার যুগে ফিরিয়ে নিতে, তবে শেখ হাসিনার মুক্তির দাবিতে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়িয়েছিল। যার কারণে সেই সময়ের ১/১১ সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে এবং নির্বাচন দিতে বাধ্য হয়েছিল। আর নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনা আবার জয়ী হয়ে প্রধানমন্ত্রী হলেন। তিনি প্রমাণ করলেন- শেখ হাসিনাই পারে বাংলাদেশকে ঘুরে দাঁড় করাতে।

এমএসআই/এমজে