ঢাকা-১৭ উপনির্বাচন : ভোটে অংশ না নিয়েও ভোটে বিএনপি!
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। তারই অংশ হিসেবে সোমবার (১৭ জুলাই) ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচনে অংশ নিচ্ছে না দলটি। কিন্তু এই ভোট নিয়ে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন অসঙ্গিত বিএনপি তার অফিসিয়াল ফেসবুক পেজে তুলে ধরছেন।
সোমবার সকাল ৮টা থেকে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে দিনের শুরুতে ভোটারদের তেমন উপস্থিতি ছিল না ভোটকেন্দ্রগুলোতে। আর এসব নিয়ে গণমাধ্যমগুলোতে একাধিক সংবাদ প্রকাশ হয়। এই রকম একটি সংবাদ বিএনপি তাদের অফিসিয়াল ফেসবুকে শেয়ার করে লিখেছে, ‘ঢাকা-১৭ উপ-নির্বাচনে সাধারণ জনতার ভোট বর্জন’। ওই কেন্দ্রের নাম উল্লেখ করে বলা হয়- ‘৩৩৯৪ ভোটের মধ্যে এক ঘণ্টায় ১টি ভোটও পড়েনি’।
বিজ্ঞাপন
ঢাকা-১৭ আসনের ভোট নিয়ে একই রকম আরও কয়েকটি পোস্ট বিএনপির ফেসবুক পেজে শেয়ার করতে দেখা গেছে।
এ বিষয়ে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ঢাকা পোস্টকে বলেন, জনতা ভোট বর্জন করেছে। তারা এ সরকারের অধীনে ভোট দিতে যাবে না। তার চিত্র তো ঢাকা-১৭ আসনসহ বিভিন্ন উপনির্বাচনগুলোতে ভোটের অবস্থা দেখে বোঝা যাচ্ছে। সরকারের কিছু অনুচর ভোট দিতে গেলে যেতে পারে।
বিজ্ঞাপন
এএইচআর/এসএম