আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে এক দফা আন্দোলনের লিফলেট দিয়েছে বিএনপি। 

শুক্রবার (২১ জুলাই) জুমার নামাজের পর রাজধানীর সার্কিট হাউজ এলাকায় টিপটপ মসজিদের সামনে কৃষিমন্ত্রীকে লিফলেট দেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সরকারের পদত্যাগের ‘এক দফা’ লিফলেট বিতরণ কর্মসূচি ছিল আজ। দলের নেতারা সারাদেশে লিফলেট বিতরণ করেছেন।

কৃষিমন্ত্রীকে লিফলেট দেওয়ার সময় তিনি হাসিমুখে তা গ্রহণ করেন বলেও জানান তিনি।

এদিকে, জুমার নামাজের পর নয়াপল্টন এলাকায় লিফলেট বিতরণ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুমকিকে জনগণ আর ভয় পায় না। জনগণ দুঃশাসনের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। বিজয় অর্জন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবে না।

এসময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, যুবদল নেতা মেহেবুব মাসুম শান্ত, ওমর ফারুক কায়সার, রানাসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এএইচআর/এমজে