বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। বৃহস্পতিবার (২৭ জুলাই) সংগঠনটির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ধানমন্ডির-৩২ নম্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা।
স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয়। এসময় স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি ম আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি আব্দুল আলীম, দেবাশীষ বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু, মাহবুব হাসান, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন বিপুল, সদস্য মির্জা মোশেদসহ কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবকসহ ঢাকা মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতারা জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এমএসআই/এফকে
বিজ্ঞাপন