বিএনপির মহাসমাবেশ
৪ দিন আগেই ঢাকায় কিশোরগঞ্জ বিএনপির নেতারা
সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় সরকার এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে বিএনপি ঘোষিত মহাসমাবেশ উপলক্ষ্যে চারদিন আগেই রাজধানীতে অবস্থান নিয়েছেন কিশোরগঞ্জ জেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
তারা জানান, প্রতিবারই ঢাকায় কোন কর্মসূচি হলে যানবাহন বন্ধ করে দিয়ে সরকার প্রতিবন্ধকতা তৈরি করে, তাই এবার চার দিন আগেই কিশোরগঞ্জের নেতাকর্মীরা ঢাকায় এসে অবস্থান নিয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (২৮ জুলাই) সকালে ঢাকা পোস্টকে এসব তথ্য জানান কিশোরগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শামীম আহমেদ।
তিনি বলেন, বৃহস্পতিবার আমাদের মহাসমাবেশ হওয়ার কথা ছিল, কিন্তু সরকারের আজ্ঞাবহ প্রশাসন অনুমতি না দেওয়ায় আমরা আজকে শুক্রবার মহাসমাবেশ করছি। কিশোরগঞ্জ থেকে চারদিন আগেই ঢাকায় চলে এসেছি আমরা। কারণ, সমাবেশের আগ মুহূর্তে সরকার প্রশাসন দিয়ে রাস্তাঘাটে বিভিন্ন বাধা তৈরি করে।
বিজ্ঞাপন
শামীম আহমেদ বলেন, আমরা ঘর থেকে একবারেই বের হয়ে এসেছি। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত ঢাকা থেকে এলাকায় ফিরে যাব না। আমাদের দফা এক, দাবিও এক। সেটি হলো শেখ হাসিনার পদত্যাগ।
কিশোরগঞ্জ থেকে আসা আরেক বিএনপি নেতা বলেন, চার দিন আগে এসেছি। ঢাকার বিভিন্ন হোটেলে ঘুরে ঘুরে থাকছি। প্রতি রাতে ১০০০ টাকা করে ভাড়া দিয়ে থাকলেও কোনো আফসোস নেই, আমরা ভোট ডাকাত সরকারের পতন ঘটাতে পারলেই সফল।
তিনি বলেন, আমাদের আন্দোলন পর্যায়ক্রমে তীব্র থেকে তীব্রতর হবে। রাজপথে কর্মসূচি দিয়েই আমরা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করে শেখ হাসিনা সরকারকে বিদায় করব। এ মাফিয়া সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য বাংলাদেশকে সারা পৃথিবীতে একটি কলঙ্কিত রাষ্ট্রে পরিণত করেছে। যার কারণে বাংলাদেশের উপর সেংশন এসেছে।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল বলেন, আমাদের জেলার নেতাকর্মীরা গত ৫দিন আগে থেকেই ঢাকায় আসতে শুরু করে। এখন আমি দলীয় কার্যালয়ের সামনের অবস্থা দেখতে এসেছি। জেলার পক্ষ থেকে বেলা ১২টার দিকে আমরা মিছিল নিয়ে সমাবেশ প্রবেশ করবো।
তিনি বলেন, আমরা দাবি এখন একটাই, শেখ হাসিনার পদত্যাগ। এই স্বৈরাচারের পদত্যাগ ছাড়া আমরা ঘরে ফিরে যাব না। যতদিন পর্যন্ত নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দিয়ে সে ক্ষমতা না ছাড়বে, আমাদের আন্দোলন আরও তীব্রতর হতে থাকবে।
টিআই/এমজে