রাজধানীর মিরপুর থেকে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়াকে আটক করার অভিযোগ উঠেছে। শনিবার (২৯ জুলাই) আবু আফসানসহ ছাত্রদলের আরও কয়েকজনকে আটক করা হয়েছে বলে দাবি করছেন ছাত্রদলের একাধিক নেতাকর্মী।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির একজন নেতা জানান, রাজধানীতে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে ছাত্রদলের নেতাকর্মীদের আটক করা হচ্ছে। আবু আফসানকে বর্তমানে দারুস সালাম থানায় রাখা হয়েছে।

বিএনপির মিডিয়া সেল থেকে বলা হচ্ছে, শনিবার দুপুর ১টা থেকে থানায় আটক আছেন দলটির অনেক নেতাকর্মী। সেক্ষেত্রে সবমিলিয়ে কতজন আটক ও আহত হয়েছেন, তা পরে জানানো হবে।

এএইচআর/এফকে