বিএনপির উত্তর ঢাকা মহানগরের আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেছেন, গাবতলীতে আমাদের অবস্থান কর্মসূচি ছিল। সেই কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের আক্রমণে মারাত্মক আহত হই। সেখানে আমাকে টেনে হিঁচড়ে মাটিতে ফেলে আঘাত করা হয়।

শনিবার (২৯ জুলাই) অসুস্থ আমানউল্লাহ আমানকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার সময় তিনি এ কথা বলেন। 

এর আগে গাবতলীতে বিএনপির অবস্থান কর্মসূচি পালনের সময় অসুস্থ হয়ে পড়েন আমানউল্লাহ আমান। সঙ্গে সঙ্গে তাকে পুলিশের গাড়িতে করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে খাবার, ফল ও জুস নিয়ে তাকে দেখতে যান প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

এ বিষয়কে ‘নাটক’ হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপি নেতা আমান। এক ফেসবুক লাইভে তিনি বলেন, কর্মসূচিতে পুলিশের আক্রমণে আমি আহত হয়। একপর্যায়ে আমাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আমাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়ানো হয়। এমন সময় কে বা কারা দেখতে এসেছিল এবং ফলের ঝুড়ি দিয়ে গেছে তা বুঝতে পারিনি।

তিনি দাবি করেন, খাবার পাঠানো এসব নাটক।  একদফা দাবি আদায়ের লক্ষ্য আমি যে ভূমিকা রেখে যাচ্ছি তার পেছনে ছুরিকাঘাত করার জন্য এই নাটক সাজিয়েছে।

নেতাকর্মীদের ষড়যন্ত্রে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, এক দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। আমি আছি, থাকব। আপনার কোনো ষড়যন্ত্রে কান দেবেন না।

এদিকে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান (লিকু) জাতীয় হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে দেখতে যান। এসময় বিএনপি নেতাকে প্রধানমন্ত্রীর পাঠানো দুপুরের খাবার, বিভিন্ন ধরনের মৌসুমি ফল ও জুসের বুকেট তুলে দেন তিনি। 

গাজী হাফিজুর রহমান আমানউল্লাহ আমানকে বলেন, ‘প্রধানমন্ত্রী আপনার জন্য এসব খাবার, ফল ও জুস পাঠিয়েছেন এবং আপনার স্বাস্থ্যের খোঁজ-খবর জানতে চেয়েছেন। তিনি আপনার দ্রুত সুস্থতা কামনা করেছেন’।

সেসময় আমানউল্লাহ আমান প্রধানমন্ত্রীর এসব উপহার গ্রহণ করেন এবং মানবতা ও রাজনৈতিক শিষ্টাচারের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

এএইচআর/এমজে