মুন্সী বদরুল আলম সবুজ।

জাতীয়তাবাদী শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মুন্সী বদরুল আলম সবুজকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। রোববার (৩০ জুলাই) রাজধানীর শান্তিনগরের একটি হাসপাতালের সামনে থেকে তাকে তুলে নেওয়া হয়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা সাইদুর রহমান মিন্টু ঢাকা পোস্টকে জানান, ঢাকা মেট্রো চ ৫২-১৪৫০ নম্বরের একটি গাড়িতে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্য সচিব বদরুল আলম সবুজকে শান্তিনগর পপুলার হাসপাতালের সামনে থেকে সাদা পোশাকধারী ডিবি পুলিশের একটি দল তুলে নিয়ে গেছে।

বিএনপির পক্ষ থেকে অবিলম্বে সবুজের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। একইসঙ্গে তার পরিবারের কাছে তাকে ফিরিয়ে দেওয়ারও আহ্বান জানানো হয়।

এএইচআর/এফকে