সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী সাইদুর রহমান বলেছেন, শেখ হাসিনা জানেন, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ১০টি সিটও পাবে না। গতকাল বৃহস্পতিবার এক যুবলীগ নেতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিএনপির নিবন্ধন বাতিলের আবেদন করেছে। বিএনপির নিবন্ধন কেউ বাতিল করতে পারবে না, আওয়ামী লীগেরই নিবন্ধন বাতিল হয়ে যাবে।

শুক্রবার (১১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট কর্তৃক আয়োজিত এক দফা দাবিতে বিক্ষোভ মিছিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার একটা সময় শেখ হাসিনার দাবি ছিল। তত্ত্বাবধায়কের অধীনে যে কয়টি নির্বাচন হয়েছে, সবগুলোই নিরপেক্ষ নির্বাচন ছিল। তখন দেশের জনগণ ভোট দিতে পেরেছে। সেই সরকার এখন শেখ হাসিনাকেও দিতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীন ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না।

সাইদুর রহমান বলেন, শেখ হাসিনা তার অধীনে নির্বাচন করতে চায়। তিনি গতকাল বলেছেন, আওয়ামী লীগের ওপর আস্থা রাখতে। যদিও এই কথাটি তিনি গত নির্বাচনেও বলেছিলেন। এ দেশের জনগণকে তিনি ধোঁকা দিয়েছিলেন। আমাদের কথা একটাই, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না।

ওএফএ/এমএ