খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সন্ধ্যায় সংবাদ সম্মেলন
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন ডেকেছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।
সোমবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতালে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান ঢাকা পোস্টকে বলেন, ম্যাডামের চিকিৎসা নিয়ে সন্ধ্যা ৭টায় বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলনে কথা বলবেন ওনার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।
বিএনপির সূত্রে জানা গেছে, চেয়ারপার্সনের শারীরিক অবস্থার বিষয়ে সংবাদ সম্মেলনে গুরুত্বপূর্ণ তথ্য দিতো পারেন চিকিৎসকরা। এজন্য জরুরি ভিত্তিতে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
বিজ্ঞাপন
এএইচআর/জেডএস