সাঈদীর মৃত্যুতে এবি পার্টির শোক
দেলাওয়ার হোসাইন সাঈদী
জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা সাঈদী সোমবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
বিজ্ঞাপন
তার মৃত্যুতে মঙ্গলবার (১৫ আগস্ট) এক বিবৃতিতে শোক জানায় এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী ও সদস্য সচিব মজিবুর রহমান মন্জু।
নেতৃবৃন্দ এক শোক বার্তায় বলেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইন্তেকালে দেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ ধর্মপ্রাণ মানুষদের মতো এবি পার্টিও দুঃখ ভারাক্রান্ত এবং বেদনাহত। অসুস্থ সাঈদীকে বিএসএমএমইউয়ে আনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে তার হাসিমুখ ছবি এবং চিকিৎসকদের মারফত তার স্বাস্থ্য সংক্রান্ত ব্রিফিং শুনে মনে হয়েছিল তার অবস্থা তত গুরুতর নয়। কিন্তু হঠাৎ করে তার মৃত্যু সংবাদ পরিবারের সদস্যসহ বহু ধর্মপ্রাণ মানুষের নিকট শোকাতুর পরিস্থিতি তৈরি করেছে।
বিজ্ঞাপন
তার চিকিৎসায় কোনো গাফিলতি হয়েছিল কি না তা তদন্ত করা উচিত বলে নেতৃবৃন্দ মনে করেন।
জেইউ/এনএফ