জনগণ সব অপকৌশল-ষড়যন্ত্র রুখে দিয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে ‘দুর্নীতিবাজ ভোটাধিকার হরণকারী’ শেখ হাসিনা সরকারকে বিদায় করবে বলে মন্তব্য করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী।

শুক্রবার (১৮ আগস্ট) আরামবাগ দলীয় কার্যালয়ের সামনে থেকে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি যৌথ গণমিছিলের আগে এসব কথা বলেন তিনি। পরে সেখান থেকে মিছিল শুরু হয়ে ফকিরাপুল-নয়াপল্টন-কাকরাইল-বিজয়নগর-বক্স কালভার্ট রোডে গিয়ে শেষ হয়।

সুব্রত চৌধুরী বলেন, জনগণের মুক্তির একমাত্র উপায় শেখ হাসিনা সরকারের পদত্যাগের ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।

এসময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাখারী, গণফোরাম নির্বাহী সভাপতি এ কে এম জগলুল হায়দার আফ্রিক ও বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব মো. আব্দুল কাদের প্রমুখ।

এএইচআর/এসএসএইচ/