গণফোরামের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটির সভাপতি ড. কামাল হোসেনের বক্তব্য শেষ হবার পরেই খাবার বিতরণ নিয়ে হট্টগোল শুরু হয়৷ সভাপতি বক্তব্য শেষ করে বের না হতেই অডিটোরিয়ামের সব দরজা বন্ধ করে দেন সেচ্ছাসেবীরা। এতে হইহুল্লোড় শুরু হয়। এতে বিপাকে পড়েন মঞ্চে বসে থাকা দলের কেন্দ্রীয় নেতারা।

মঙ্গলবার (২৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ চিত্র দেখা গেছে৷

সরেজমিনে দেখা যায়, অডিটোরিয়াম থেকে বের হতে মঞ্চের পাশের গেট ব্যবহারের জন্য সবাইকে অনুরোধ জানানো হয়। তবে মঞ্চের বিপরীত পাশে খাবার রাখার স্থানে হুমড়ি খেয়ে পড়েন অনেকে৷ এসময় ইচ্ছামতো খাবার নিয়ে বের হয়ে যান কয়েকজন৷ এতে ক্ষিপ্ত হয়ে দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে অশালীন আচরণ করেন সেচ্ছাসেবীরা৷ 

হট্টগোলের একপর্যায়ে দলটির একাধিক সিনিয়র নেতা মঞ্চে দাঁড়িয়ে সবাইকে শান্ত হতে বললে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ সবাইকে লাইনে দাঁড়িয়ে খাবার নেওয়ার জন্য অনুরোধ জানান তারা৷ পরে সিনিয়র নেতারা আসন ত্যাগ করলে আবার শুরু হয় হট্টগোল৷ 

এ বিষয়ে গণফোরাম ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুলতাম আহমেদ ঢাকা পোস্টকে বলেন, আসলে আমরা কেউই রাজনীতির শৃঙ্খলা সম্পর্কে সচেতন নই৷ আমাদের আয়োজনে খাবার বিতরণে কিছুটা হইচই দেখা গেছে৷ তবে এ জাতীয় সমস্যা প্রায় সব রাজনৈতিক দলের আয়োজনেই হয়৷ অনেক দলের খাবার নিতে তো মানুষ আহতও হয়৷ আমাদের আগে রাজনৈতিক শিষ্টাচার শেখা জরুরি৷ 

এমএম/কেএ