বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় র‌্যালি শুরু হয়।

আনুষ্ঠানিকভাবে র‌্যালির শুভ উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। 

র‌্যালিটি নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ফকিরাপুল মোড়, নটর ডেম কলেজ, মতিঝিল শাপলা চত্বর ও ইত্তেফাক মোড় হয়ে রাজধানী মার্কেটে গিয়ে শেষ হবে। 

র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান। এছাড়া মঞ্চে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, আব্দুল সালাম, হাবিবুর রহমান হাবিব, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

সরেজমিনে দেখা গেছে, র‌্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে ব্যানার-ফেস্টুনের পাশাপাশি ছিল জাতীয় পতাকার ও দলীয় পতাকা। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানানো বেলুন, আর বিএনপির দলীয় পতাকাও ছিল। র‌্যালিতে মাইকে বাজানো হচ্ছে বিএনপির দলীয় সংগীত ও বিভিন্ন দেশাত্মবোধক গান। এছাড়াও বিএনপির সহযোগী সংগঠন মৎস্যজীবী দলের নেতাকর্মীদের হাতে ছিল মাছ ধরার জাল ও টেরা। 

এদিকে বিএনপির র‌্যালিকে কেন্দ্র করে ফকিরাপুল, নাইটিঙ্গেল মোড় ও কাকরাইল এলাকায় যান চলাচলে কিছুটা বন্ধ রয়েছে। বিশৃঙ্খলা এড়াতে এলাকায় পুলিশসহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ব্যাপক উপস্থিত লক্ষ্য করা গেছে।

এএইচআর/এমএ