বিএনপি লং মার্চের নামে সহিংসতা করলে কঠোর ব্যবস্থা : সবুর
বিএনপির লং মার্চের নামে সহিংসতার আশঙ্কা প্রকাশ করে ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেছেন, লং মার্চের নামে যদি দেশের কোথাও কোনো সহিংসতা করার চেষ্টা করা হয় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা কঠোরভাবে দমন করবে। দেশের জনগণ কোনো সহিংসতা চায় না, তারা শান্তি চায়। তাদের জানমালের নিরাপত্তার জন্য যা যা করা দরকার তাই করা হবে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) কুমিল্লার তিতাস উপজেলার ৪ নম্বর কড়িকান্দি সদর ইউনিয়নে উন্নয়ন প্রচারপত্র বিতরণ ও জনসংযোগ কালে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, জাতীয় নির্বাচনের আর বেশি দিন বাকি নেই। নির্বাচন বানচাল করতে নানান ষড়যন্ত্র হচ্ছে। যারা এসব ষড়যন্ত্রের সাথে লিপ্ত তাদের উদ্দেশ্যে বলতে চাই, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করা যাবে না। আপনারা যতই ষড়যন্ত্রে লিপ্ত থাকুন না কেন, যথা সময়ে সাংবিধানিক ভাবে নির্বাচন হবে। আর সেই নির্বাচনে জনগণের ভোটে আবারো নির্বাচিত হয়ে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসবেন।
নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বলেন, সরকারের উন্নয়ন প্রচার করতে হবে। জনগণের ধারে ধারে গিয়ে নৌকার ভোট চাইতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী নির্বাচনেও জনগণ উন্নয়নের পক্ষে রায় নেবে ইনশাল্লাহ।
বিজ্ঞাপন
তিতাস উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুন্সী মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক মীর শওকত লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন— কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান জয়, বশির আলম মিয়াজি, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সালহে মোহাম্মদ টুটুল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন পলাশ, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সারওয়ার বাবু, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, ৪ নম্বর কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সায়দুল মেম্বার, উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম কামরুল হাসান তুষার প্রমুখ।
এমএসআই/এমএ