ময়মনসিংহ আ.লীগের উপদেষ্টা পরিষদ সদস্য হলেন আবুল হোসেন
সংগৃহীত
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য হলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ড. মোহাম্মদ আবুল হোসেন দীপু।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল সোমবার এ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়।
বিজ্ঞাপন
দায়িত্ব পেয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ড. মোহাম্মদ আবুল হোসেন দীপু।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি তার আস্থার প্রতিপালন করবো ইনশাল্লাহ। যতদিন বঙ্গবন্ধু কন্যার হাতে দেশ ততদিন পথ হারাবে না বাংলাদেশ।
বিজ্ঞাপন
আগামী নির্বাচনে সবাইকে নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সাবেক এই ছাত্রনেতা।
প্রসঙ্গত, ড.আবুল হোসেন দীপু ঢাকার কবি নজরুল কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতি করেছেন।
এমএসআই/এমজে