সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ করেছে ১২ দলীয় জোট।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) ঢাকা-কুমিল্লা হাইওয়েতে এ বিক্ষোভ সমাবেশে করে তারা। এসময় রোডমার্চ শুরু করে চট্টগ্রামে যাওয়ার পথে কুমিল্লার কালাকচুয়া খন্দকার ফলিং স্টেশন সামনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে যান।

১২ দলীয় জোটের নেতারা জানান, সরকারের পদত্যাগের ১ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে কুমিল্লায় ১২ জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা। সভাপতিত্ব করেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম। 

এছাড়া আরও উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সিনিয়র সহ-সভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ কল্যাণ পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান শাহিদুর রহমান তামান্না, লেবার পার্টির মহাসচিব আমিনুল ইসলাম, জমিয়াতে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল মালিক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন, বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন শামীম প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে সৈয়দ এহসানুল হুদা বলেন, গত ১৫ বছর ধরে আবারও অঘোষিতভাবে বাকশাল প্রতিষ্ঠার চেষ্টা করছে আওয়ামী লীগ। গত দুটি সংসদ নির্বাচনের মতো এবারও যদি আওয়ামী লীগ বিনা ভোটে নির্বাচিত হয়ে দেশ চালানোর সুযোগ পায়, তাহলে দেশে পুরোপুরি বাকশাল প্রতিষ্ঠিত হয়ে যাবে। দেশে গণতন্ত্র চিরদিনের জন্য বিদায় নেবে। দেশের সার্বভৌমত্ব থাকবে না।

এএইচআর/এসএম