তুরস্কের ৪র্থ এক্সট্রাঅর্ডিনারি গ্রান্ড কংগ্রেসে আ.লীগের অংশগ্রহণ
তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির আমন্ত্রণে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. মোহাম্মাদ আবদুস সোবহান গোলাপ ৪র্থ এক্সট্রাঅর্ডিনারি গ্রান্ড কংগ্রেসে অংশগ্রহণ করেছেন। পরে তিনি তুরস্কের উপ-রাষ্ট্রপতি সেভডেট ইলমাসের প্রদত্ত মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।
শনিবার তুরস্কের আঙ্কারায় গিয়ে ৪র্থ এক্সট্রাঅর্ডিনারি গ্রান্ড কংগ্রেসে অংশগ্রহণ করেছে বলে এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এসময়ে তিনি উপ-রাষ্ট্রপতির মাধ্যমে তুরস্কের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেন এবং সৌজন্য বিনিময় করেন।
সৌজন্য বিনিময়কালে তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং রূপকল্প ২০৪১ বাস্তবায়ন করার লক্ষ্যে তুরস্ক সরকারের সহযোগিতা কামনা করেন।
বিজ্ঞাপন
তুরস্কের রাষ্ট্রপতি কর্তৃক বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মাদ সাহাবুদ্দিনকে আমন্ত্রণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তুরস্ক সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
এমএসআই/এমএ