রাজধানী বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের ২০ জনের বেশি নেতাকর্মীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে তাদের আটক করা হয় বলে অভিযোগ করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, সরকারের পদত্যাগ ও খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে আজ (বুধবার) বিএনপির সমাবেশ রয়েছে। আর এই সমাবেশকে কেন্দ্র করে বাসা-বাড়ি, হোটেল থেকে বিএনপির ২০ জনের বেশি নেতাকর্মীকে আটকের খবর পেয়েছি আমরা। 

আটক নেতাদের মধ্যে রয়েছেন— বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুল আলম নাজু, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নেওয়াজ চৌধুরী শাওন, কালীগঞ্জ স্বেচ্ছাসেবক দলের নেতা তোফাজ্জল হোসেন মফা, কালিয়াকৈর স্বেচ্ছাসেবক দলের নেতা সরকার তুহীন, কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা সেলিম, রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সচিব আল-আমিন, পাবনা উপজেলা কৃষকদলের নেতা মো. রবিউল ইসলাম, দিনাজপুর জেলা ছাত্রদলের সভাপতি রেজা, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি গোলাম রাব্বানী সোহেল ও ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আফজাল হোসেন পলাশ।  

এএইচআর/এমএ