হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে ওবায়দুল কাদের
এ দেশে শেখ হাসিনার চেয়ে বেশি অন্য কেউ আপন নয়
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমি সব সময় আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব।
তিনি বলেন, এ দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার চেয়ে অন্য কেউ আপনাদের বেশি আপনজন আছে বলে আমি মনে করি না। আপনাদের সব ধরনের দাবি, দুঃখ-কষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বেগ, উৎকণ্ঠা, বিচলিত হওয়া সহানুভূতি সুলভ মানসিকতা আমরা খুব কাছে থেকেই দেখেছি।
বিজ্ঞাপন
শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষ্যে বনানী মাঠে পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের বলেন, সবাই বলে বনানীর এই মাঠের পূজা আয়োজন নাকি বড় লোকদের আয়োজন। এখানে গুলশান, বনানী সর্বজনীন পূজা উদযাপন কমিটি বারবার আয়োজন করে। আশা করছি, অন্য বারের মতো এবারও এখানে একটি সুন্দর পরিবেশে পূজা উদযাপন হবে। আপনাদের নানা দাবি, অভিযোগ আছে। যা নিয়ে আপনাদের সঙ্গে বিভিন্ন সময় আমরা বসেছি, কথা বলেছি। আশা করছি, দাবি-দাওয়া যেসব আছে তা বাস্তবায়ন হবে।
বিজ্ঞাপন
তিনি বলেন, আপনাদের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শুরু হয়েছে। এদিকে সারা বিশ্বে এসময়ে অশান্তি চলছে। সারা বিশ্বেই যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি। এই পরিস্থিতির শেষ কোথায় আমরা কেউ জানি না। যুদ্ধ ছড়িয়ে পড়ার লক্ষণ দেখা যাচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। আফ্রিকান দেশগুলোতে এখানে ওখানে খণ্ড খণ্ড যুদ্ধ চলছে। সম্প্রতি মধ্যপ্রাচ্যেও যুদ্ধ শুরু হয়েছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের দেবী দুর্গা ঘোড়ায় চড়ে আসছেন এবং ঘোড়ায় চড়েই চলে যাবেন। শাস্ত্র মতে এখানে অস্থিরতা, অশান্তির আভাস আছে। আজ বিশ্ব পরিস্থিতি অশান্ত, বিশ্বে অস্থিরতা। কাজেই আপনাদের বন্দনার মাধ্যমে, উৎসবের মাধ্যমে যেন বিশ্ব শান্ত হয় এই কামনা করছি।
এর আগে গুলশান, বনানী সর্বজনীন পূজা উদযাপন কমিটির আয়োজনে বনানী মাঠে পূজামণ্ডপে মোমবাতি জ্বালিয়ে পূজার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন তিনি। এসময় পূজা উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এএসএস/এসএসএইচ