রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগের মিছিল অনুষ্ঠিত
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়নের সমর্থনে মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে মিরপুর বিআরটিএ অফিসের সামনে থেকে এ মিছিল বের করা হয়। মিছিলটি শেওড়াপাড়া হয়ে মিরপুর গোল চত্বরে এসে শেষ হয়।
বিজ্ঞাপন
এসময় বক্তারা আগামী ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপি জামায়াতের যেকোনো অশুভ অপতৎপরতা রুখে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সব নেতাকর্মীকে সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেন।
এতে আরও বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান নাঈম।
বিজ্ঞাপন
এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয়, মহানগর ও থানা, ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এমএসআই/এমএ