জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। রোববার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন। 

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া ইউংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, মহাসচিব দলের পক্ষে থেকে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। তবে কী বিষয়ে তিনি কথা বলবেন আমি জানি না।

জানা গেছে, সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করোনা আক্রান্তের বিষয়ে কথা বলবেন মির্জা ফখরুল।

শনিবার (১০ এপ্রিল) সন্ধ্যার দিকে আইসিডিডিআর,বির পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নমুনা সংগ্রহ করা হয়। আজ রোববার রিপোর্ট পজিটিভ আসে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান নিশ্চিত করেছেন।

বিষয়টি দলের একাধিক কেন্দ্রীয় নেতাও ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

বিএনপির একটি সূত্র জানায়, কয়েকদিন ধরে খালেদা জিয়া জ্বর-ঠান্ডায় ভুগছিলেন। এর প্রেক্ষিতে গতকাল আইসিডিডিআরবি,র একটি প্রতিনিধি দল তার গুলশানের বাসভবন ফিরোজায় গিয়ে নমুনা সংগ্রহ করেন। আজ তার করোনা রিপোর্ট পজেটিভ আসে।

এ বিষয়ে জানেতে চাইলে খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম বলেন, আমি নিজেও গত কয়েকদিন ধরে অসুস্থ। তাই কয়েকদিন তার বাসায় যাওয়া হয়নি। এখন সে করোনা পজিটিভ কি না আমি জানি না।

এএইচআর/এসএসএইচ