‘যেখানে বিএনপি-জামায়াত, সেখানেই প্রতিরোধ’
হরতাল-অবরোধের নামে নাশকতায় লিপ্ত হওয়ায় যেখানে বিএনপি-জামায়াত সেখানেই প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য আরশেদুল আলম বাচ্চু।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) নগরের চাঁদগাও থানা এলাকায় ছাত্রলীগের উদ্যোগে হরতাল-নৈরাজ্যের প্রতিবাদে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
চাঁদগাও থানা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ নুরুন নবী সাহেদের সঞ্চালনায় ও ছাত্রলীগ নেতা জাবেদ হোসেন জিকুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠানের হয়।
আরশাদুল আলম বাচ্চু বলেন, পিছিয়ে পড়া বাংলাদেশকে শেখ হাসিনার স্মার্ট দেশে রূপান্তরিত করার জন্য দিনরাত প্রচেষ্টা করে যাচ্ছেন। অথচ পাকিস্তানের দোসর জামায়াত-বিএনপি হরতালের নাম দিয়ে জ্বালাও পোড়াও ভাঙচুর করে বাংলাদেশকে বিশ্বের দরবারে প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা চালাচ্ছে। দেশের মানুষের কাছে অনুরোধ করব, সবাই সবার স্থান থেকে নৈরাজ্যকারীদের প্রতিহত করুন। যেখানে বিএনপি-জামায়াত সেখানেই হবে প্রতিরোধ।
বিজ্ঞাপন
এমআর/এমএ