নেত্রকোণা-২ আসনে আ.লীগের মনোনয়ন চান বীর মুক্তিযোদ্ধা শামছুজ্জোহা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ আসনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বীর মুক্তিযোদ্ধা শামছুজ্জোহা। দলের দুঃসময়ে নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। পাকিস্তান আমলে নেত্রকোণা মহকুমা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ও জমা দেন তিনি।
মনোনয়ন সংগ্রহের প্রসঙ্গে বীর মুক্তিযোদ্ধা শামছুজ্জোহা বলেন, আমি নেত্রকোণা-২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করছি। দুঃসময়ে নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা মনোনয়ন দিলে নির্বাচন করব। নেত্রকোণার মানুষ আমার সঙ্গে আছে। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে নেত্রকোণা-২ আসনের জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য।
বঙ্গবন্ধু হত্যার প্রতিরোধ যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা শামছুজ্জোহা বলেন, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে লড়াই করেছি। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে আজীবন নির্লোভ জীবনযাপন করেছি। দলের জন্য একাধিকবার নির্যাতন ও কারাবরণ করতে হয়েছে। বিএনপি-জামায়াত ও স্বাধীনতাবিরোধীদের অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশরত্ন শেখ হাসিনা আমাকে মূল্যায়ন করবে বলে আমি আশাবাদী।
বিজ্ঞাপন
এমএসআই/কেএ
বিজ্ঞাপন