নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়তের গুজব-অপপ্রচার নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্যপ্রযুক্তি বিষয়ক উপ-কমিটি।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের তথ্যপ্রযুক্তি (আইটি) বিষয়ক উপ-কমিটির ১ম সভায় এ আহ্বান জানানো হয়। সভায়টি আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

সভায় নেতারা বলেন, দেশ-বিদেশে নির্বাচনকে বিতর্কিত করতে নানান ষড়যন্ত্র চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম ব্যবহার করে কিছু দুষ্কৃতকারী গোষ্ঠী অপতৎপরতা অব্যাহত রেখেছে। দেশের জনগণকে বিভ্রান্ত করতে বিভিন্ন গুজব-অপপ্রচার ছড়াচ্ছে। এসব গুজব অপপ্রচারের জবাব দিতে হবে। 

সভায় বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা জন্য গঠিত তথ্যপ্রযুক্তি (আইটি) বিষয়ক উপ-কমিটির উদ্যোগে নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী কর্মপরিকল্পনা সম্পর্কে বিশদ আলোচনা হয়। 

এসময় গুজব অপপ্রচার রোধ, নির্বাচনের জন্য বিশেষ কনটেন্ট প্রস্তুত ও সর্বত্র ছড়িয়ে দেওয়া এবং আওয়ামী লীগের উন্নয়ন প্রচার করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেন কমিটির সদস্যগণ।

সভায় ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটি দীর্ঘদিন ধরে দেশে বিদেশ থেকে প্রচারিত গুজব অপপ্রচার রোধে কাজ করছে। দেশের মানুষের কাছে সঠিক তথ্য তুলে ধরছে। নির্বাচন কেন্দ্রিক অনেক গুজব অপপ্রচার করছে বিএনপি-জামায়াত। এসব গুজব অপপ্রচারের বিরুদ্ধে সঠিক তথ্য দেশের মানুষের কাছে তুলে ধরতে হবে।

উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. হোসেন মনসুর বলেন, সারা বছরই তথ্যপ্রযুক্তি কমিটি সজাগ ছিল। নির্বাচন উপলক্ষ্যে আরও বেশি সক্রিয় হবে ‘টিমওয়ার্ক’ -এর মাধ্যমে।

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের তথ্যপ্রযুক্তি (আইটি) বিষয়ক উপ- কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুরের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. হোসেন মনসুর। 

এসময় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য অধ্যাপক ড. হাবিবুর রহমান, অধ্যাপক ড. মুহাম্মাদ মাহফুজুল ইসলাম, ইঞ্জিনিয়ার মো. শাহাদাত হোসেন শিবলু, অধ্যাপক রশিদুল হাসান, প্রকৌশলী নজরুল ইসলাম, প্রকৌশলী তন্ময় আহমেদ, দেলোয়ার হোসেন ফারুক, প্রকৌশলী রনক আহসান, প্রকৌশলী আবুল কালাম হাজারী প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া উপ-কমিটির ৭টি বিষয়ভিত্তিক টাস্কফোর্সের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

এমএসআই/এসএম