গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেছেন, দেশের সম্পদ লুটপাটের পর জনগণের জন্য উচ্ছিষ্ট রেখেছে আওয়ামী লীগ সরকার। আগামী ৭ জানুয়ারি জনগণের সম্পদের দখল নিতে তথাকথিত নির্বাচন করতে চায় দখলবাজ সরকার। জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ সরকার ভারতের দিকে চেয়ে আছে। সরকারকে জানিয়ে দিতে চাই— ভারত আর আপনাদের পাশে থাকবে না।

রোববার (২৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে দেশব্যাপী ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ সফল করতে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

সুব্রত চৌধুরী বলেন, ‘ভারতের পত্রিকায় উঠে এসেছে যে, অবৈধ শেখ হাসিনা সরকারকে সমর্থন করায় বাংলাদেশের মানুষ ভারতবিদ্বেষী হয়ে উঠেছে। গত ১৫ বছর ধরে ১৮ কোটি মানুষের ওপর শেখ হাসিনা সরকার এত অত্যাচার-নিপীড়ন চালিয়েছে যে, সেই সরকারের পক্ষে কেউ ন্যূনতম কথা বললে জনগণ তা সহ্য করবে না। যতোদিন পর্যন্ত শেখ হাসিনার পতন না হবে জনগণের আন্দোলন এ গতিতেই চলবে। বিজয় ঘরে না তোলা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’

তিনি বলেন, ‘বিচার বিভাগকে কুক্ষিগত করে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গয়েবি মামলা দিয়ে ফরমায়েশি রায়ের মাধ্যমে কারাদণ্ড দিচ্ছে সরকার। হাসিনা মার্কা নির্বাচনে বাংলাদেশের জনগণ অংশগ্রহণ করবে না, ভোটও দেবে না।’

বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী বলেন, ‘বাংলাদেশের মাটিতে শেখ হাসিনাকে আর ভোটাধিকার হরণ করার নির্বাচন করতে দেবে না জনগণ। দেশের জনগণ ৭ জানুয়ারির নির্বাচন বয়কট করেছে এবং একমাত্র দাবি তুলেছে ক্ষমতাসীন সরকারের পদত্যাগ চাই।’

সমাবেশে বক্তব্য রাখেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুর রহমান বুলু, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য ইমাম হোসেনসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতারা।

ওএফএ/কেএ