দুপুর পর্যন্ত ঢাকা বিভাগীয় কার্যালয়ে জমা পড়েছে ৫৩টি মনোনয়ন ফরম
ঢাকা বিভাগীয় কার্যালয়ে দুপুর পর্যন্ত ৫৩টি মনোনয়ন ফরম জমা পড়েছে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মো. সাবিরুল ইসলাম।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বিফ্রিংয়ে তিনি এ তথ্য জানান।
বিজ্ঞাপন
তিনি জানান, এখন পর্যন্ত আমাদের অফিসে ৫৩টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। তবে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য পেলে সঠিক হিসাব জানা যেত। নির্ধারিত সময় পার হলে আমরা পূর্ণাঙ্গ তথ্য জানাতে পারব। নির্বাচনী আচরণবিধি রক্ষায় ১৫টি ইলেকটোরাল টিম ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ করে যাচ্ছেন। এরইমধ্যে ২৬ জন ম্যাজিস্ট্রেট আচরণবিধির বিষয়ে কাজ করছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, প্রার্থীরা যাতে সবাই আচরণবিধি মেনে চলেন সেজন্য মনোনয়নপত্র গ্রহণের সময় সবাইকে একটি আচরণবিধির তালিকা দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে প্রার্থীর যখনই কথা হয়েছে আমরা তাদেরকে বলেছি, সবাই যেন আচরণবিধি মেনে চলেন। প্রচারণার জন্য নির্ধারিত সময়ে প্রার্থীরা প্রচারণা করবেন। তবে সেই সময়ের আগে যদি প্রার্থীরা প্রচারণা করেন সেক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগ ও পত্রপত্রিকায় আসা সংবাদের ভিত্তিতে আমরা ব্যবস্থা নেব।
এরইমধ্যে আমরা ঢাকার দুই সিটি কর্পোরেশনকে বলেছি, নির্বাচনী প্রচারণার ব্যানার ফেস্টুন সবকিছু অপসারণ করতে। তারা অপসারণের জন্য কাজ করছেন। এছাড়া আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইলেকটোরাল টিমের সদস্যরা নিয়মিত কাজ করছেন, বলেও জানান রিটার্নিং কর্মকর্তা মো. সাবিরুল ইসলাম।
এমএসআই/জেডএস