‘বিএনপিকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার সময় এসেছে’
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, বিএনপি একটি জঙ্গি সংগঠন। সাম্প্রতিক সময়ে বিএনপির দেশবিরোধী কার্যক্রম অতীতের সব মাত্রা অতিক্রম করেছে। এখন সময়ের দাবি এসেছে, তাদেরকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার এবং প্রতিহত করার।
রোববার (৪ ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণির ৮৫তম জন্মদিন উপলক্ষ্যে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
যুবলীগ সম্পাদক বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট যে খুনি জিয়া বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে, তার দলই এখন বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করতে চায়। তাকে ক্ষমতাচ্যুত করার জন্যই বিএনপি লাগাতার হরতাল-অবরোধের মতো কর্মসূচি ডাকছে। যদিও মানুষ তাদের হরতাল প্রত্যাখ্যান করে রাজপথে নেমে এসেছে। এখন মানুষ বিএনপি জামায়াতকে ঘৃণা করে। তারা যতই হরতাল অবরোধ ডাকুক না কেন, বাংলাদেশের মানুষ দেশরত্ন শেখ হাসিনার পাশে থেকে সহযোগিতা করবে। সেই ধারাবাহিকতায় সামনের নির্বাচনেও নৌকায় ভোট দিয়ে আবারো বাংলাদেশ আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিএনপি বাংলাদেশের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলছে উল্লেখ করে তিনি আরো বলেন, বিএনপি সন্ত্রাসী, জঙ্গি এবং বিচ্ছিন্নতাবাদীদের দলে পরিণত হয়েছে। তারা কেউ রাজপথে নেই। বিভিন্ন জঙ্গি সংগঠনের মতো চোরাগোপ্তা হামলা চালিয়ে আলোচনায় আসতে চায়। তাদের নেতারা আত্মগোপনে থেকে একেকটি সন্ত্রাসী কর্মসূচি ঘোষণা করে। আর টাকা পেয়ে সন্ত্রাসীরা এসব কর্মসূচি বাস্তবায়ন করতে আসে। তাই বিএনপিকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করে রাজপথে প্রতিহত করা এখন সময়ের দাবি।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সমন্বয়ক ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও লেখক স্বদেশ রায়।
এসময় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মাইন উদ্দিন রানা, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আরএইচটি/জেডএস