মানুষ শেখ হাসিনার পতনের অপেক্ষা করছে : সুব্রত চৌধুরী
গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, ১৮ কোটি মানুষ এখন শেখ হাসিনার পতনের অপেক্ষা করছে।
আজ (বুধবার) প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
সুব্রত চৌধুরী বলেন, এ সরকার জনগণের সাথে তামাশা করছে। আমাদের দেশকে যারা শোষণ, নির্যাতন, নিপীড়ন করছে, তাদের যে সিন্ডিকেটের শিরোমণি দরবেশ সাহেব, তিনি বাংলাদেশের সমস্ত টাকা-পয়সা আত্মসাৎ করে বিদেশে পাচার করছে। বাংলাদেশকে একটা সাংঘাতিক অর্থনৈতিক সংকটে ফেলে দিচ্ছে।
তিনি বলেন, নির্বাচন কমিশন এখন নির্বাচন লীগে পরিণত হয়েছে। নির্বাচন কমিশন এখন আওয়ামী লীগের অনুগত। ৭ জানুয়ারি ভোটের দরকার নেই, জনগণের সাথে কোনো সম্পর্ক নেই। শেখ হাসিনা যে তালিকা দেবেন সেই তালিকাই হাবিবুল আউয়াল প্রকাশ করে দেবেন।
বিজ্ঞাপন
বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারি,পিপলস পার্টির কো-চেয়ারম্যান নাসির খান ভাসানীসহ গণফোরামের আরো অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
ওএফএ/এনএফ