ঢাকা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, যারা লন্ডনে বসে অবরোধের ঘোষণা দেয়, আজ তারা নিজেরাই অবরুদ্ধ হয়ে গেছে। সাধারণ মানুষ ঠিকই চলাচল করছে। তিনি বলেন, রাজনীতি অনলাইন গেম নয়।

সাঈদ খোকন বলেন, আপনি লন্ডনে বসে টিপ দেবেন আর ঢাকা শহর নাচতে শুরু করে দিলো বিষয়টা এমন নয়। সাহস থাকলে মাঠে আসুন। ওখানে বসে বলবেন ভোট দেবেন না, এখানে আপনার কথা মতো সব হবে? আমরা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে মানুষের সেবা করি, তাই আমাদেরকে মানুষ অবশ্যই ভোট দেবে।

শনিবার (২৩ ডিসেম্বর) রাতে রাজধানীর সূত্রাপুর কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে বিএনপির অপরাজনীতির জবাব দেওয়ার আহ্বান জানান সাঈদ খোকন।

বিএনপিকে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের অনুরোধ করব, আপনারা সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসুন। রাতের আঁধারে ট্রেনে, বাসে আগুন দিয়ে মানুষ মারার রাজনীতি আর নয়। মানুষকে মেরে মানুষের দাবি আদায় হয় না। এ অপরাজনীতি বন্ধ করতে হবে। ব্যালট বিপ্লব ঘটিয়ে এ অপরাজনীতির প্রতিউত্তর দেব আমরা। ৭ জানুয়ারি বাংলার মাটিতে আরেকবার ব্যালট বিপ্লব হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেভাবে বাংলাদেশসহ বিশ্বে মূল্যায়ন করা হচ্ছে, আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে জানিয়ে সাঈদ খোকন বলেন, আমাদের ভোট যুদ্ধ শুরু হয়েছে। প্রতিটি পাড়ায়, মহল্লায় ভোট প্রার্থনার জন্য আওয়ামী লীগের প্রতিটি কর্মী নেমে যাবেন। আমরা একসঙ্গে ভোট যুদ্ধ করব। নৌকার বিজয় হবে, শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন। আমি বিজয়ী হতে পারলে মহান সংসদে আপনাদের কথা তুলে ধরব।

পুরান ঢাকার মানুষের জন্য মন কাঁদে উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিন এ আসনে আওয়ামী লীগের দলীয় কোনো প্রার্থী ছিল না। এজন্য আমাদের নেতাকর্মীদের মনে কষ্ট রয়েছে। আমি নির্বাচিত হতে পারলে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীর সুখে-দুঃখে পাশে থাকব।

এর আগে দয়াগঞ্জের ওয়ারী সিটি কলোনির পরিচ্ছন্নকর্মী নিবাসে আয়োজিত এক মহোৎসবে অংশগ্রহণ করেন সাঈদ খোকন।

এএসএস/এসএসএইচ