বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে। শুক্রবার (১৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে ভার্চুয়াল বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠকে উপদেষ্টা পরিষদের ১৩ জন সদস্য বৈঠকে যোগ দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকে দেশের করোনা পরিস্থিতি, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতিসহ সরকারের দমন-নিপীড়ন এবং করণীয় নিয়ে আলোচনা হয়। 

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য উকিল আব্দুস সাত্তার, আমান উল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, মশিউর রহমান, আবুল খায়ের ভূইয়া, জয়নুল আবেদিন ফারুক, মনিরুল হক চৌধুরী, হেলালুজ্জামান তালুকদার লালু, অ্যাডভোকেট ফজলুল হক আসপিয়া, সৈয়দ মেহেদী আহমেদ রুমি, মো. আবদুল কাইয়ুম, জহিরুল ইসলাম, ইসমাইল জবিউল্লা প্রমুখ।  

এএইচআর/ওএফ