সরকার সব দলের অংশগ্রহণে অর্থবহ নির্বাচনের পরিবর্তে ডামি নির্বাচনের ব্যবস্থা করেছে। স্বৈরাচার সরকার মনে করেছে শীর্ষ নেতাদেরকে কারাগারে আটক রেখে, বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালিয়ে খুব সহজেই নির্বাচনী বৈতরণি পার হয়ে যাবে। কিন্তু তা হতে দেওয়া হবে না।

ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের গণ-আন্দোলনের অংশ হিসেবে প্রহসনের নির্বাচন বর্জন ও ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে রাজধানীর খিলগাঁওয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণের সময় একথা বলেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর মজলিশে শুরা সদস্য মোহাম্মদ শাহজাহান।

নির্বাচন বর্জন ও ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে মঙ্গলবার (২ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও, মুগদা, পল্টন, মতিঝিল, ধানমন্ডি, হাজারীবাগ, সবুজবাগ, ডেমরা, যাত্রাবাড়ী, রমনা, শাহবাগ, বংশাল, কোতোয়ালি, চকবাজার, নিউমার্কেট, কামরাঙ্গীরচর, কদমতলী, গেন্ডারিয়া, সূত্রাপুর, ওয়ারীসহ ৬৮টি সাংগঠনিক থানার বিভিন্ন স্পটে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা।

গণসংযোগ ও লিফলেট বিতরণের সময় মোহাম্মদ শাহজাহান বলেন, বাংলাদেশ আজ কঠিন সংকটে নিমজ্জিত। সরকার সব দলের অংশগ্রহণে অর্থবহ নির্বাচনের পরিবর্তে ডামি নির্বাচনের ব্যবস্থা করেছে। স্বৈরাচার সরকার মনে করেছে শীর্ষ নেতাদেরকে কারাগারে আটক রেখে, বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালিয়ে খুব সহজেই নির্বাচনী বৈতরণি পার হয়ে যাবে। কিন্তু এদেশের জনগণ তা হতে দেবে না। তারা জেগে উঠেছে, রাজপথে নেমে এসেছে, নিজেদের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারা সংগ্রাম চালিয়ে যাবে। 

তিনি দেশের স্বার্থে, জনগণের অধিকার আদায়ের স্বার্থে ৭ জানুয়ারির পাতানো ও তামাশার নির্বাচনে ভোট প্রদান থেকে বিরত থেকে প্রহসনের নির্বাচন রুখে দেওয়ার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান। 

জেইউ/জেডএস