দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন, অসহযোগ আন্দোলন সফল করতে রাজধানীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল।

শুক্রবার (৫ জানুয়ারি) সকালে পুরান ঢাকার নয়াবাজার থেকে বাবুবাজার ব্রিজ পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির নেতৃত্ব দেন জবি ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা।

এসময় আসাদুজ্জামান আসলাম বলেন, এই নির্বাচন বন্ধ ও অসহযোগ আন্দোলন সফল করার লক্ষ্যে এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। এই সরকার প্রহসনের নির্বাচনকে বৈধ করতে সাধারণ মানুষকে বল প্রয়োগ করে ভোটকেন্দ্রে নিতে চায়। দেশের মানুষ নির্বাচনকে অনেক আগেই বর্জন করেছে।

এসময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি এম এ আবু ফয়েজ, শামিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রুমি, ওয়াহিদুজ্জামান তুহিন, ইয়াকুব শেখ অনিক, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুল ইসলাম আরিফ, সমাজসেবা সম্পাদক রবিন মিয়া শাওন, সহ-প্রচার সম্পাদক মেহেদী হাসানসহ অনেকে।

এমএল/এমএসএ