নির্বাচনে অভূতপূর্ব বিজয় পেয়েছি : কামরুল ইসলাম
ফাইল ছবি
৭ জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ অভূতপূর্ব বিজয় অর্জন করেছে বলে জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, আমরা নির্বাচনে অভূতপূর্ব বিজয় অর্জন করেছি। সেই বিজয়ের উদযাপন হিসেবে আজকের দিনটা আমরা পালন করছি।
বুধবার (১০ জানুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
কামরুল ইসলাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু এই দিনে বাংলাদেশের প্রত্যাবর্তন করেছিলেন। এই সোহরাওয়ার্দী উদ্যানের মাঠেই তিনি দেশগড়ার কাজে নিয়োজিত হওয়ার আহ্বান জানিয়েছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, দীর্ঘদিন পর্যন্ত বঙ্গবন্ধুকে হত্যার পর একটি অশুভ শক্তি ২৯ বছর দেশকে শাসন করেছিল। সংসদে এবং সংসদের বাইরে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা অবস্থান করছিল। আজকের দিনে আমরা বলতে চাই, ৭ জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে সংসদে মুক্তিযুদ্ধের শক্তির অবস্থান পোক্ত হয়েছে। আমরা সংসদ থেকে স্বাধীনতা বিরোধীদের বিতাড়িত করেছি।
কামরুল ইসলাম আরও বলেন, আসুন আমরা এগিয়ে যাই, যে লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন শেষে আমরা এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত আছেন।
টিআই/এমজে