সুস্থ আছেন বাদশা
করোনাভাইরাসে আক্রান্ত ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার শারীরিক অবস্থা স্বাভাবিক ও স্থিতিশীল আছে।
রোববার (১৮ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন বাদশার পরিচর্যায় নিয়োজিত পার্টি কর্মী রাসেল এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
রাসেল জানান, তিনি স্বাভাবিক খাবার গ্রহণ করছেন। বাদশার শারীরিক অবস্থা পূর্বের মতই স্থিতিশীল ও স্বাভাবিক আছে। তার অক্সিজেন সেচুরেশন মাত্রাও স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল সকালে বাদশা করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছিলেন। ভ্যাকসিন নেওয়ার পর তার সামান্য জ্বর অনুভূত হয়েছিল। ১৪ এপ্রিল করোনা পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে। ১৫ এপ্রিল জরুরি ভিত্তিতে বাংলাদেশ বিমানবাহিনীর এমআই-১৭ হেলিকপ্টারে করে তাকে ঢাকায় এনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়।
বিজ্ঞাপন
এইউএ/এসকেডি