বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে র‍্যালি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরান ঢাকার সদরঘাট এলাকায় তারা এ কর্মসূচি পালন করে।

র‍্যালি শেষে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রে প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই জন্মদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে যে, আওয়ামী লীগের ঐতিহ্য বাকশাল গঠন, বিনা ভোটের নির্বাচন, রাতের ভোটের নির্বাচন, ও সর্বশেষ ডামি মার্কা তামাসার নির্বাচন পরিহার করে একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেব।

এছাড়া শাখা ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৮তম জন্মবার্ষিকীতে তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তার হাতে গড়া বিএনপির ভ্যানগার্ড খ্যাত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজকের এই দিনে বলতে চাই-ফ্যাসিস্ট সরকার আর একটি ভোটারবিহীন তামাশার নির্বাচন করে দেশকে এক ভয়াবহ সংকটে ফেলছে। সকল গণতন্ত্রকামী জনগণ এই সার্কাস মার্কা নির্বাচন বয়কট করেছে।

এ সময় উপস্থিত ছিলেন সহ সভাপতি, জুলকার নাইন, যুগ্ম সাধারণ সম্পাদক, মুসাব্বির মিল্লাত পাটোয়ারী, প্রচার সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) মোস্তাফিজুর রহমান রুমি, যুগ্ম সম্পাদক ইয়াকুব শেখ অনিক, মো. শাহরিয়ার হোসেন, দপ্তর সম্পাদক ( যুগ্ম সম্পাদক পদমর্যাদা) সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুল ইসলাম আরিফ, আসিফ আল ইমরান,  সহ সাধারণ সম্পাদক জাহিদ ভূইয়া, সমাজসেবা সম্পাদক- রবিন মিয়া শাওন, সাংস্কৃতিক সম্পাদক- মেহেদী হাসান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক- রবিউল ইসলাম শাওন, অর্থ সম্পাদক মেহেদী হাসান বাপ্পি সহ প্রচার সম্পাদক মেহেদী হাসান, সহ সাংগঠনিক সম্পাদক নাইমুর রহমান দুর্জয় প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএল/এসকেডি