ওয়াসার পানির দাম বাড়ানোর প্রস্তাবে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার(২৫ জানুয়ারি) দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এক বিবৃতিতে বলেন, ‌‘ওয়াসার পানির দাম বাড়ানোর প্রস্তাব দেশের দরিদ্র জনগণের জন্য ‘মরার উপর খাঁড়ার ঘা’র শামিল।

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামের ঊর্ধ্বগতি, গ্যাস ও বিদ্যুৎ সমস্যার কারণে জনগণের নাভিশ্বাস। তার ওপরে আবার ওয়াসার পানির দাম বৃদ্ধির প্রস্তাব দরিদ্র জনগণের জন্য অসহনীয়। জানা গিয়েছে যে, শ্রেণিভেদে ওয়াসার পানির দাম ২৫ থেকে ১৪৯ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকার গত ১৪ বছরে ১৪ বার ওয়াসার পানির দাম বৃদ্ধি করেছে। সরকার যদি ওয়াসার দুর্নীতি বন্ধ করতে পারেন, তাহলে আরও কমমূল্যে ওয়াসার পানি সরবরাহ করা সম্ভব। কিন্তু সরকার দুর্নীতি বহাল রেখে ওয়াসার পানির দাম বৃদ্ধি করে দেশের দরিদ্র জনগণকে একদিকে পানিতে মারার ব্যবস্থা করেছে, অপরপক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করে মানুষকে ভাতে মারার ব্যবস্থা করেছে। জনগণের দুঃখ-কষ্ট সরকার দেখেও না দেখার ভান করছে। অবৈধ সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই।

জনগণের স্বার্থের কথা বিবেচনা করে ওয়াসার পানির দাম বৃদ্ধির প্রস্তাব বাতিল করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

জেইউ/এমএ