আ.লীগের ক্ষমতার উৎস জনগণ নয় : রিজভী
আওয়ামী লীগের ক্ষমতার উৎস জনগণ নয় তা দলটির নেতাদের কথায় স্পষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (২৯ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন রিজভী।
বিজ্ঞাপন
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশের জনগণের ভোটের আশা করে না। জনগণের ভোটের প্রতি তাদের আস্থা নেই। যা স্বাধীন, সার্বভৌম রাষ্ট্রের স্বার্থ ও মর্যাদার পরিপন্থি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক মুখে দুই কথা বলেন দাবি করে রিজভী বলেন, তার এই দ্বিচারিতার মধ্যেই প্রকৃত সত্যটি বের হয়ে আসে।
রিজভী বলেন, আওয়ামী ডামি সরকার সীমান্তে অব্যাহত নির্মম হত্যাকাণ্ড নিয়ে এ পর্যন্ত প্রতিবাদ তো দূরের কথা টু শব্দও করার সাহস দেখাতে পারেনি। উল্টো ভারতের তোষামোদিতে ব্যস্ত সময় পার করছেন মন্ত্রীরা।
এএইচআর/এমজে