কারাবন্দি নেতাদের পরিবারের সাথে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সাক্ষাৎ
বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক কারাবন্দি জহির উদ্দিন স্বপন ও সদস্যসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীর পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন দলটির জ্যেষ্ঠ নেতারা।
আজ (শুক্রবার) কারাবন্দি এই দুই নেতার পরিবারের খোঁজখবর নিতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ কয়েকজন নেতা। এই দুই নেতার পরিবারে পাশে থাকার আশ্বাস দেন তারা।
বিজ্ঞাপন
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিগত কয়েক মাস ধরে কারাগারে রয়েছে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী ও জহির উদ্দিন স্বপন। দুজনই কাশিমপুর কারাগারে বন্দী।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, এই দুই নেতার পরিবারের খোঁজ-খবর নিতে যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এবং জিয়া শিশু অ্যাকাডেমির মহাপরিচালক হুমায়ুন কবির।
এএইচআর/এনএফ