নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে, আপনি কবি না কি রাজনীতিবিদ। তখন আমি বলব, আমি রাজনীতিবিদ। কারণ আমি রাজনীতিকেও কবিতা মনে করি। আমি কবিতাকে যেভাবে সুন্দর করে সাজাতে চাই, তেমনি সমাজকেও সুন্দর করে সাজাতে চাই। অতএব সমাজের মধ্যে শোষণ-বঞ্চনা, ভোট চুরিসহ যত অত্যাচার আছে... সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করাকেও আমি কবিতা মনে করি।

রোববার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে মাহমুদুর রহমান মান্নার কবিতার বই ‘মিথ্যা এখন অনিন্দ্য’র প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, আমাদের প্রধানমন্ত্রী এখন মিউনিখে আছেন। তিনি ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন। আমাদের বাচাল পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিনি (শেখ হাসিনা) না কি মিউনিখে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ থামাতে গেছেন। যে যুদ্ধ থামাতে শি জিং পি, পুতিন এবং বাইডেনের মাথা ঘেমে যাচ্ছে, কিন্তু সেই যুদ্ধ না কি তিনি (শেখ হাসিনা) থামাবেন। আমাদের প্রধানমন্ত্রীকে না কি বাইডেন-পুতিন ভয় পায়! জেলেনস্কির সাথে প্রধানমন্ত্রীর যে বৈঠক হয়েছে, সেটি কোনো নিয়মিত বৈঠক ছিল না। সেটি একটি সাইড লাইনের বৈঠক ছিল। এই বৈঠকের পরে জেলেনেস্কি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিসহ খবর দিয়েছেন। কিন্তু সেখানে যুদ্ধ বন্ধের ব্যাপারে আলোচনা হয়েছে কি না সেটি বলা হয়নি।   

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, কবির কাজ হলো নতুন নতুন ভাষা তৈরি করা। কবি তার কবিতার মাধ্যমে মানুষের কথা তুলে ধরেন। কিন্তু, আজকে মানুষের বেদনা আমরা কবির ভাষায় আর দেখতে পাই না। যখন আমরা মানুষের দুঃখ, কষ্ট ও বেদনা কবির ভাষায় দেখতে পাব, তখনই কবি সত্যি সত্যি জাতিকে কল্পনা উপহার দিতে পারবেন। নতুন সংকল্প, নতুন প্রত্যয় উপহার দিতে পারবেন। 

তিনি বলেন, মানুষ তার নিজ অস্তিত্বের জায়গা থেকে লড়াই করতে বাধ্য। যখন মানুষের অস্তিত্বের শিকড় ধরে টান দেওয়া হয়, যখন একটা জাতির অস্তিত্ব টেনে নিশ্চিহ্ন করার দিকে নিয়ে যাওয়া হয়, তার মধ্যে বিভাজন তৈরি করে মানুষের যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব কেড়ে নিয়ে যায়, তখন সে অস্ত্বিত্বকে রক্ষা করার লড়াই করে। নতুন কবি আসবে, নতুন সংগ্রাম গড়ে উঠবে। হয়ত সেখানে আবারও একটি স্লোগান এই সময়ের সবচেয়ে বড় কবিতা হয়ে উঠবে। সেই দিনেরই আমরা প্রত্যাশা করি। 

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, এখন দেশের প্রতিটি জায়গায় মিথ্যা ছড়িয়ে পড়েছে। মিথ্যা এখন ভোটে, গণভবনে, কোর্টে, ব্যাংকে সবখানে। বাংলাদেশ এখন বোবায় ধরা রাষ্ট্রে হয়ে গেছে। মানুষ বলতে চায় কিন্তু পারে না। বাংলাদেশে বোবা ধরা রোগের মতো অবস্থা তৈরি হয়েছে। একজন কবি তার কবিতার মাধ্যমে দেশের হয়ে কথা বলবেন। 

মান্নার কবিতার বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি আব্দুল হাই সিকদার ও নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সারসহ অনেকে।

ওএফএ/কেএ