প্রীতি ক্রিকেট ম্যাচে মাঠে নামল আ.লীগের দুই দপ্তর
মাঠে গড়িয়েছে আওয়ামী লীগের দুই দপ্তরের প্রীতি ক্রিকেট ম্যাচ। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি) মাঠে ম্যাচটি গড়ায়।
‘সুস্থ দেহ প্রশান্ত মন, খেলায় করবো দেশ গঠন’ স্লোগানে ক্রিকেট খেলায় বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর টিম (ধানমন্ডি ৩/এ একাদশ) ও ঢাকা মহানগর দক্ষিণের দপ্তর টিম অংশ নিয়েছে।
বিজ্ঞাপন
সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট তারানা হালিম প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন অভিনেতা মীর সাব্বির।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আওয়ামী লীগের দপ্তর টিমের অধিনায়ক উপ-দপ্তর সম্পাদক সায়েম খান ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর টিমের অধিনায়ক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ।
প্রীতি ম্যাচের উদ্বোধনে তারানা হালিম বলেন, ঘরে বসে না থেকে খেলাধুলার মাধ্যমে শরীরচর্চার বিষয়টি বরাবরই আমরা গুরুত্ব দিয়ে আসছি। দুটি টিমই আমাদের। এমন আয়োজনের মধ্য দিয়ে দুই দপ্তরের নেতা কর্মীদের মধ্যে একটি সুন্দর সম্পর্ক গড়ে উঠবে। সৌহার্দ্য বৃদ্ধি পাবে। এমন কার্যক্রম অব্যাহত থাকুক সেটি আমরা চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক মুক্ত দেশ গড়ার যে ঘোষণা দিয়েছেন খেলাধুলাসহ সহ-শিক্ষা মূলক এসব কার্যক্রম এই ঘোষণা বাস্তবায়নে বড় ভূমিকা পালন করবে। ভবিষ্যতেও যেন এ ধরনের আয়োজন অব্যাহত থাকে সে বিষয়ে সবার প্রতি আহ্বান জানাবো।
এরপর তিনি বেলুন উড়িয়ে ম্যাচের উদ্বোধন করেন।
ম্যাচের আয়োজন নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন বলেন, এমন আয়োজন এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমরা চাই নেতাকর্মীদের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ এবং সুন্দর সম্পর্ক গড়ে উঠুক। প্রীতি ম্যাচ পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে বড় ভূমিকা পালন করবে।
ধানমন্ডি ধানমন্ডি ৩/এ একাদশ : সায়েম খান (অধিনায়ক), মো. আলাউদ্দিন, আদিত্য নন্দী, রায়হান কবির, বনফুল, সায়মন খান, নজরুল ইসলাম পাঠান, হাবিব, অনিক পাল, রাজীব সরদার, আবুল হোসেন, শাওন গরামী, কৌশিক এবং সজীব মোল্লা।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ দপ্তর একাদশ : রিয়াজ উদ্দিন (রিয়াজ) উদ্দিন (অধিনায়ক), আনিসুর রহমান, মুস্তাফিজুর রহমান শাহরিয়ার, নূর মোহাম্মদ মিঠু, আবুল হোসেন, রতন, তানভীর, লিজান, নসিব, সবুজ, আশরাফুল, রায়হান, আবির এবং রাব্বি।
আরএইচটি/এমএসএ