নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের কাছে এসেছে। 

শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে প্রতিনিধি দলটি আসে।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীসহ তিনজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রতিনিধি দলে রয়েছেন- কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহামন বাদল, উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য সেতুমন্ত্রীর ভাগনে মাহবুবুর রশীদ মঞ্জু, জেলা পরিবহন সমিতির সভাপতি আকরাম উদ্দিন সবুজ, সাবেক ছাত্রলীগ নেতা হাসিব আহসান আলাল, ফখরুল ইসলাম রাহাত, নুরুল করিম জুয়েল প্রমুখ।

এইউএ/ওএফ