জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মুক্তি অর্জন করতে হলে অবশ্যই সংগ্রাম করতে হবে। বিনা সংগ্রামে কখনো মুক্তি আসে না। সব বাধা ও শৃঙ্খল থেকে মুক্তি পেতে হলে শক্তভাবে দাঁড়াতে হবে। পায়ে পাড়া দিয়ে কেউ ঝগড়া করতে এলে অবশ্যই জবাব দিতে হবে।

শনিবার (৩০ মার্চ) রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে তিনি একথা বলেন।

জামায়াতে ইসলামী আমির বলেন, হাজারো প্রতিকূলতার পরও জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল আয়োজন করতে পেরে আমরা আল্লাহর শুকরিয়া জানাচ্ছি। আমাদের দাওয়াতে এ ইফতার মাহফিলে যারা শামিল হয়েছেন, তাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি।

ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ পাক পবিত্র রমজান মাসে কুরআন নাজিল করেছেন। এ মাস অত্যন্ত মর্যাদাপূর্ণ। এ মাসে রয়েছে বরকতময় লাইলাতুল কদর। মহান রব পবিত্র কুরআনে প্রথমেই নাজিল করলেন ‘পড় তোমার সৃষ্টিকর্তা প্রভুর নামে।’ মানুষের জ্ঞান অর্জনের জন্যই আল্লাহ এ আয়াত নাজিল করেছেন। আল্লাহ মানুষের জন্য তার হেদায়াত ও নেয়ামত পূর্ণ করে দিলেন। এ মাসেই বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল। রাসূল সা: ছিলেন মানবজাতির জন্য রহমাতুল্লিল আলামীন। রাসূল সা: মক্কার লোকদের অত্যাচারে মদিনায় হিজরত করেন এবং হিজরতের ৭ বছর পরে তিনি বিজয়ী হয়ে মক্কায় প্রবেশ করেন। 

জামায়াতের আমির বলেন, সরকারি দলের লোকদের যদি রাজনীতি করার অধিকার থাকে, তাহলে দেশের প্রতিটি নাগরিকেরও রাজনীতি করার অধিকার আছে। শুধু আল্লাহকে ভয় করতে হবে এবং দোয়া করতে হবে আল্লাহ যেন আমাদের সকল বাধা থেকে মুক্ত করে দেন। 

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়ার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দের সঞ্চালনায় মাহফিলে মেহমানদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। 

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, সাবেক মন্ত্রী মির্জা আব্বাস, আবদুল আউয়াল মিন্টু, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক এবং পেশাজীবী সংগঠনের শীর্ষ নেতারা। 

জেইউ