সামাজিক মাধ্যমে জিয়া পরিবারের ভুয়া অ্যাকাউন্ট, ছড়াচ্ছে বিভ্রান্তি
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে জিয়া পরিবারের একাধিক সদস্যের নামে একাধিক ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে। আর এসব অ্যাকাউন্ট থেকে বিভিন্ন সময় ভুয়া তথ্য ছড়িয়ে দিয়ে বিভ্রান্তির মধ্যে ফেলা হচ্ছে বিএনপির নেতাকর্মীদের।
শুধু জিয়া পরিবার নয়, বিএনপির শীর্ষ নেতাদের নামেও সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভুয়া (ফেক) অ্যাকাউন্ট রয়েছে। সেগুলো থেকেও বিভিন্ন সময় দল ও জিয়া পরিবার সম্পর্কে ভুয়া তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। সর্বশেষ গতকাল (শনিবার) এসব ভুয়া অ্যাকাউন্ট থেকে করোনায় আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করোনা টেস্টের রিপোর্ট নিয়ে মিথ্যা সংবাদ ছড়িয়ে দেওয়া হয়।
বিজ্ঞাপন
সংশ্লিষ্টরা জানান, গতকাল শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় প্রথমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে দেওয়া হয়, ‘বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার দ্বিতীয়বার করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। আলহামদুলিল্লাহ্। সকলে দেশনেত্রীর জন্য দোয়া করুন। দেশবাসীর জন্য দোয়া করুন।’
এরপর তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের ভুয়া টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ছবি দিয়ে পোস্ট লেখা হয়- ‘আলহামদুলিল্লাহ দাদুর শরীরে আর কোনো উপসর্গ নেই।’
বিজ্ঞাপন
যদিও শনিবার রাতে খালেদা জিয়ার চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার দ্বিতীয়বার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে।
এর আগে গত মাসে (মার্চ) মির্জা ফখরুল ইসলামের নামে আরেকটি ভুয়া অ্যাকাউন্ট থেকে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান অসুস্থতার গুজব ছড়িয়ে দেওয়া হয়।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে জিয়া পরিবারের সদস্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানের কোনো অ্যাকাউন্ট নেই। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরও ফেসবুক অ্যাকাউন্ট নেই। তবে তার টুইটারে অ্যাকাউন্ট আছে।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান ঢাকা পোস্টকে বলেন, এসব ফেক অ্যাকাউন্ট বন্ধে শিগগির উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, এসব সামাজিক যোগাযোগ মাধ্যমের নিউজে দলীয় নেতাকর্মীদের মনযোগ না দিতে বলা হয়েছে। এসব সংবাদে বিশ্বাস না করতে দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ঢাকা পোস্টকে বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে সবাই উদগ্রীব থাকি। ফলে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের ভুয়া খবরে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ থেকে শুরু করে আমরা দলীয় নেতাকর্মীরাও বিভ্রান্তিতে পড়ি। আমরা দলের হাইকমান্ডের কাছে অনুরোধ করব এসব ভুয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়।
এএইচআর/ওএফ/জেএস