পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামের আয়োজনে বৃষ্টির আশায় রাজধানীর বিভিন্ন স্থানে ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর গুলশান, বনানী, উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর, পল্লবী ভাষানটেকসহ বিভিন্ন স্থানে এ নামাজ অনুষ্ঠিত হয় বলে জানানো হয়েছে দলটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে।  

নামাজের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, সারা দেশে তীব্র তাপপ্রবাহ চলছে। দীর্ঘদিনেও বৃষ্টির দেখা মিলছে না। তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে এবং ব্যাহত হচ্ছে দৈনন্দিন জীবনযাত্রাও। এমতাবস্থায় আমাদের আত্মসমালোচনার সময় এসেছে। হয়তো আমাদের পাপের কারণেই আল্লাহ তা’য়ালা আমাদের শাস্তির মুখোমুখি করেছেন।   

নামাজে অন্যের মধ্যে উপস্থিত ছিলেন— উত্তরা অঞ্চলের সহকারী পরিচালক  মাহবুবুল আলম, উত্তরা পশ্চিম থানা আমীর মাজহারুল ইসলাম, তুরাগ দক্ষিণ থানা আমীর মাহবুবুর রহমান, উত্তরা মডেল থানা আমীর হারুন অর রশিদ তারেক, খিলক্ষেত পশ্চিম থানা আমীর সরদার আব্দুল কাদের, উত্তরা পূর্ব থানা আমীর মাহফুজুর রহমান প্রমুখ।

জেইউ/এনএফ